১ বছরের জন্য আলবেনিয়ায় নিষিদ্ধ হচ্ছে টিকটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
১ বছরের জন্য আলবেনিয়ায় নিষিদ্ধ হচ্ছে টিকটক
গত মাসে আলবেনিয়ায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার পর, আগামী বছর থেকে এক বছরের জন্য ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করবে দেশটির সরকার।
এই নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দুই কিশোরের মধ্যে বিরোধের পর এই হত্যার ঘটনা ঘটে এবং সেই হত্যার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী এডি রামা অভিভাবক ও শিক্ষকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব শিশুদের উপর পড়ছে এবং সহিংসতার জন্য সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টিকটককে দায়ী করেন। তিনি বলেন, "এক বছরের জন্য আমরা এটিকে পুরোপুরি বন্ধ করে দেব। আলবেনিয়াতে কোনো টিকটক থাকবে না।"
উল্লেখ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও, গত মাসে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে।