Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

লেবার মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

টাইমস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। এ ঘটনায় টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে প্রায় তিন দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতে পরিবারকে সহায়তার অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের প্রাপ্যতা এবং নীতিশাস্ত্র দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে। 

সানডে টাইমসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেজারি বিভাগের ইকোনোমিক সেক্রেটারি টিউলিপ তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের জন্য একটি চুক্তিতে সহায়তা করেছিলেন। ২০১৩ সালে ১০ বিলিয়ন পাউন্ডের এ প্রকল্পে সহায়তা করেন তিনি। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিউলিপ নীতিশাস্ত্র দলের সঙ্গে দেখা করে এ অভিযোগ অস্বীকার করেছেন। 

টাইমস ম্যাগাজিন জানিয়েছে, টিউলিপ এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে মন্ত্রিপরিষদ অফিসের এক মুখপাত্র বলেন, আগেই বলা হয়েছে যে মন্ত্রী কোনো অভিযোগের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। 

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তির ক্ষেত্রে ২০১৩ সালে মধ্যস্থতা করেছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন