ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে, তবে কিছু বিষয়ে এখনও সমঝোতা হয়নি বলে বিবিসি নিউজকে জানিয়েছেন এক ফিলিস্তিনি সিনিয়র কর্মকর্তা।
ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি এবং বাফার জোন তৈরির মত কয়েকটি বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। এই বিষয়গুলো সমাধান হলেই চুক্তি সম্ভব।
যদি সবকিছু ঠিকঠাক থাকে, যুদ্ধবিরতি তিন ধাপে কার্যকর হবে: ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজার উত্তরে বেসামরিকদের প্রত্যাবর্তন, এবং দৈনিক ৫০০ ত্রাণবাহী ট্রাকের প্রবেশের নিশ্চয়তা।
এই মুহূর্তে হামাসের হাতে ৯৬ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে ৬২ জন জীবিত বলে বিবিসির প্রতিবেদন জানিয়েছে।
উল্লেখ্য, কাতারের দোহায়, হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর সাথে ইসরায়েলের চূড়ান্ত আলোচনা চলছে।