পিটিআইয়ের সঙ্গে সংলাপে রাজি নওয়াজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ক্ষমতাসীন সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনার সম্ভাবনা বেড়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম লীগ (পিএমএলএন) সভাপতি নওয়াজ শরিফ তার চিরপ্রতিদ্বন্দ্বী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আলোচনায় বসতে পারেন।
যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেয়া হয়েছে, এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে পিটিআই ও সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে, সব পক্ষই সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করছে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে সাম্প্রতিক বিক্ষোভ ও রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। চলমান বিরোধ মেটাতে পিটিআই ও সরকারের মধ্যে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে জনগণকে।
এর আগে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছিল, পিটিআই নেতা আসাদ কায়সার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সাথে যোগাযোগ করেছেন।
পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাবশালী নওয়াজ শরিফের ইঙ্গিত বা অনুমোদনের ওপর সংলাপের অগ্রগতি নির্ভর করবে। এর আগে পিটিআইয়ের সঙ্গে তার মেয়ে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াহের সংলাপের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছিলেন। তবে এবার পিএমএলএনের একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে, নওয়াজ ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারেন।