রাহুল গান্ধির ধাক্কায় আহত বিজেপির এমপি, অভিযোগ বিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আম্বেদকর-সংক্রান্ত মন্তব্য ঘিরে সংসদে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার ও বিরোধীপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা চলাকালীন পরিস্থিতি আরও সংঘাতপূর্ণ হয়ে ওঠে, যার জেরে সংসদ রণক্ষেত্রে রূপ নেয়। ধস্তাধস্তির ঘটনায় বিজেপির দুই সাংসদ আহত হন। এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আজ (১৯ ডিসেম্বর) ভারতীয় সংসদের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিজেপি সাংসদদের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি হয়। সংঘর্ষে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। একইভাবে, আহত আরেক বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও আইসিইউতে ভর্তি হয়েছেন।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধির আঘাতেই তাদের দলের এমপিরা আহত হয়েছেন। বিজেপি সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই ঘটনায় প্রশ্ন তোলেন, "কীভাবে রাহুল গান্ধী সংসদে এমপিদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ক্ষমতা ব্যবহার করতে পারেন?"
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়– ভারতীয় সংসদের বাইরে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণ বসে থাকেন। এসময় রাহুল গান্ধি তার কাছে গিয়ে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিজেপি সাংসদরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
তখন বিজেপি নেতা নিশিকান্ত দুবে রাহুলকে উদ্দেশ করে বলেন– ‘রাহুল, আপনার কি লজ্জা করে না? আপনি এখানে গুন্ডামি করছেন! একজন বৃদ্ধ লোককে (প্রতাপ সারাঙ্গী) ধাক্কা দিয়ে ফেলে দিলেন!
ঘটনার পর রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি সাংসদরা তাকে ধাক্কা মেরেছেন এবং সংসদ ভবনে প্রবেশে বাধা দিয়েছেন।
এই ঘটনার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এজাহার (এফআইআর) করেছে বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজ।