Logo
Logo
×

আন্তর্জাতিক

দামেস্কের বাইরে গণকবরে এক লাখ মানুষের মৃতদেহ, দাবি ইউএস প্রতিষ্ঠানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

দামেস্কের বাইরে গণকবরে এক লাখ মানুষের মৃতদেহ, দাবি ইউএস প্রতিষ্ঠানের

দামেস্কের বাইরে গণকবরে এক লাখ মানুষের মৃতদেহ, দাবি ইউএস প্রতিষ্ঠানের

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার দাবি অনুযায়ী, সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি গণকবরে সিরিয়ার সরকারের হাতে নিহত এক লাখেরও বেশি মানুষের মৃতদেহ সমাহিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থার দাবি, সিরিয়ার দামেস্কের বাইরে একটি গণকবর রয়েছে। সেই কবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দামেস্ক থেকে একটি টেলিফোন সাক্ষাত্কারে রয়টার্সের সাথে কথা বলার সময় সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা বলেছেন, সিরিয়ার রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল কুতায়ফাহ-এর সাইটটি পাঁচটি গণকবরের মধ্যে একটি। কয়েক বছর তথ্য উপাত্ত সংগ্রহ করার পর কবরটি চিহ্নিত করা হয়েছে।

এ পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে বলে মনে করেন সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোস্তফা। এসব গণকবরে বাশারের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও রয়েছে মার্কিন ও ব্রিটিশ নাগরিকরা। তবে মুস্তাফার এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন