Logo
Logo
×

আন্তর্জাতিক

ভানুয়াতুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

ভানুয়াতুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ছবি : সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে। খবর আল জাজিরার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে একটি ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে এবং ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।

প্রাথমিকভাবে আহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

হনলুলুতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাগরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

তারা আরও জানিয়েছে, ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতে সাগরে সৃষ্ট ঢেউ পৌঁছতে পারে।

এদিকে অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, দেশটিতে সুনামির কোনো হুমকি নেই। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষও জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন