Logo
Logo
×

আন্তর্জাতিক

আফ্রিকার নাইজারের পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ৩৯ নাগরিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

আফ্রিকার নাইজারের পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ৩৯ নাগরিক নিহত

আফ্রিকার নাইজারের পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ৩৯ গরিক নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলের সংঘাতপূর্ণ সীমান্ত অঞ্চলে সম্প্রতি পৃথক দু’টি হামলায় সন্দেহভাজন জঙ্গিরা নারী ও শিশুসহ ৩৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ওই অঞ্চলের কোকোরো ও লিবিরি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।

কিন্তু কবে এই হামলা চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা, লিখেছে রয়টার্স।

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের নাইজার ও এর প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসো ২০১২ সাল থেকে ক্রমবর্ধমান বিদ্রোহী হুমকি মোকাবেলায় লড়াই করে চলছে। ওই সময় আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা প্রথম মালির কিছু অংশ দখল করে নিয়েছিল। তারপর থেকে সহিংসতা পুরো সাহেল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন