Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা ও ভারতের সম্পর্ক আগের মতো উন্নত হবে : ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা ও ভারতের সম্পর্ক আগের মতো উন্নত হবে : ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বলেছেন, ত্রিপুরা সমগ্র উত্তর-পূর্ব ভারত এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটেওয়ে হয়ে উঠবে। এ লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এ কাজ কিছুটা পিছিয়ে রয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) আগরতলার খেজুর বাগান এলাকার গীতাঞ্জলি গেস্ট হাউসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে আগামীতে যে কোনো সমস্যার সমাধান হবে। আশা করি, ত্রিপুরা ও গোটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো উন্নত হবে।

মানিক সাহা বলেন, দেশ-বিদেশি পর্যটকদের আরো বেশি সুবিধা দেয়ার লক্ষ্যে ত্রিপুরা সরকার পর্যটক পুলিশ চালু করার পরিকল্পনা করছে। কারণ পর্যটকদের ত্রিপুরা রাজ্যে আনার জন্য সব ধরনের সুবিধা ও বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করছে।

সভায় অংশ নেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা ট্যুর অপারেটর ও সাংবাদিকরা। আলোচনা সভার পাশাপাশি গীতাঞ্জলি গেস্ট হাউসে ভারতের বেশ কয়েকটি রাজ্যের পর্যটকদের স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

সভায় আরো উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন