শীতে কাবু দিল্লী, তাপমাত্রা নামল ৫ ডিগ্রির নিচে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
ছবি : সংগৃহীত
শীতে জবুথবু ভারতের রাজধানী দিল্লী। রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে নয়াদিল্লি এর আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমেছে। ভোরে দিল্লিতে সর্বনিম্ন ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এ নিয়ে গত এক সপ্তাহে তিনবার ৫ ডিগ্রির নিচে নামল দিল্লির তাপমাত্রা। গত কয়েক দিনে তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে।
গত বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সেটিই ছিল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। এরপর রবিবার ফের ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রার পারদ। আবহাওয়া অধিদপ্তরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে দিল্লির তাপমাত্রা এতটা কমল।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে দিল্লিতে। রবিবারও তার ব্যতিক্রম ছিল না। শুধু দিল্লিই নয়, পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজস্থানের কোনো কোনো অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে শীত বাড়লেও বাতাসের গুণমানে বিশেষ হেরফের হয়নি। বরং শনিবারের তুলনায় আরো কমেছে বাতাসের গুণমান। ঘন ধোঁয়াশায় হ্রাস পেয়েছে দৃশ্যমানতা। শনিবার সকাল ৭টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২১২।
রবিবার একই সময়ে বাতাসের গুণমান ২৪৬-এ এসে ঠেকেছে। আনন্দবিহারে একিউআই ২৯২, আলিপুরে ২৫৬, বাওয়ানায় ২৯৮ এবং বুরারিতে ২৮৮। অন্যদিকে পশ্চিমবঙ্গেও চিত্রটা অনেকটা একই রকম। রবিবার কলকাতার তাপমাত্রাও ১২ ডিগ্রির ঘরে নেমে গেছে। পুরুলিয়ায় পারদ নেমেছে ৫.৯ ডিগ্রিতে! ঠান্ডায় উত্তরবঙ্গকেও টেক্কা দিচ্ছে পশ্চিমের জেলাগুলো। পৌষ মাস পড়ার আগে ডিসেম্বরে শেষ কবে কলকাতায় এমন ঠাণ্ডা পড়েছিল, তা মনে পড়ছে না শহরবাসীরও।