Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান’ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

ভারত-বাংলাদেশের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান’ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ‘নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান’ করার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার  (১০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে একজন সংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। এর আগে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে হামলা হয়েছে এবং এ নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ভারতের অব্যাহত আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি সম্পর্কে কিছু বলবেন কী?

জবাবে মার্কির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু  মিলার বলেন, উভয় পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, এমনটাই আমরা দেখতে চাই।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুদেশের সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে। সবশেষ ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে।

ভারত পররাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। এ ছাড়া হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার এবং তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে ত্রিপুরা প্রশাসন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন