সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির
সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ আল-বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ (মঙ্গলবার) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিজেই এ সিদ্ধান্তের বিষয়ে জানান মোহাম্মদ আল বশির। ২০২৪ সালে আসাদ সরকারের আমলে ইদলিবভিত্তিক স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
এর আগে সিরিয়া সরকারের আওকাফ মন্ত্রণালয়েও কাজ করেছেন আল-বশির। পালন করেছেন দেশটির মন্ত্রীর দায়িত্বও। নতুন এই সরকার প্রধান পেশায় একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এরইমধ্যে তার কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন আসাদ প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি।