Logo
Logo
×

আন্তর্জাতিক

চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরমধ্যে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে এই বিক্ষোভ হয়। বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এতে অংশ নেন। 

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু। এতে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, আরএসএস কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইসামি অংশগ্রহণ করেন।  

বিক্ষোভস্থল রাজা রথিনাম স্টেডিয়ামের কাছাকাছি হলেও বাংলাদেশ উপহাইকমিশনের অবস্থান অলওয়ারপেটে, যা স্টেডিয়াম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। স্থানীয় সাংবাদিকদের দাবি, বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি।  

চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতদের মধ্যে নারী এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরা রয়েছেন। কয়েক বছর আগে চেন্নাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন চালু করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে এ ধরনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন