Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশি রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না : ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ এএম

বাংলাদেশি রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না : ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশন

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ ও ভারত দুই দেশেই উত্তেজনা চলছে। শঙ্কা ছিল, বাংলাদেশি রোগীরা হয়ত ভারতে সহজে আর চিকিৎসা সেবা নিতে পারবে না। তবে সেসব শঙ্কা কাটিয়ে,  দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) ঘোষণা দিয়েছে ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের প্রতি মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রাখবে।

সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা প্রদান বন্ধ করবে না এবং কোনও ধরনের হয়রানি হতে দেবে না।  

আইএমএর পশ্চিমবঙ্গ শাখার সদস্য চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী বলেন, চিকিৎসকদের কাছে রোগীর কোনো জাত, ধর্ম বা দেশের পরিচয় নেই। রোগীকে তার প্রয়োজনীয় সেবা দেয়া চিকিৎসকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের যথাযথ সেবা দেয়া হবে। এই বিষয়ে আমরা কোনো আপস করব না।  

চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সহায়তা সহজ করতে শিগগিরই বাংলাদেশি রোগীদের জন্য একটি বিশেষ হেল্পলাইন চালু করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন