Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় আচমকা সামরিক শাসন জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

দক্ষিণ কোরিয়ায় আচমকা সামরিক শাসন জারি

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় আচমকা সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) শেষ রাতে আকস্মিকভাবে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

ইউন সুক ইউল বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে নির্মূল করতে এ পদক্ষেপ নেয়া জরুরি ছিল। দেশ থেকে উত্তর কোরিপন্থী বাহিনী অপসারণ এবং উদার সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামরিক আইন জারি করা ছাড়া তার কাছে বিকল্প কোনো পথ ছিল না বলে জানান প্রেসিডেন্ট। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়টি সুষ্পষ্টভাবে কিছু বলেননি তিনি।

এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সংসদের সকল কার্যক্রম স্থগিত করেছে সামরিক বাহিনী। ২০২২ সালে পিপল পাওয়ার পার্টির নেতা প্রেসিডেন্ট ইউন নিকটতম প্রতিদ্বন্দী লি জ্যা মিয়াংকে মাত্র দশমিক ৭ শতাংশ পয়েন্টে হারিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন