ছবি: সংগৃহীত
ভারতীয় রুপি ডলারের বিপরীতে আরো দুর্বল হয়েছে এবং ৮৪ দশমিক ৭৪-এ নেমে গেছে। যা আগের ৮৪ দশমিক ৬৯-এর থেকে কিছুটা কম। বিশেষজ্ঞরা ধারণা করছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ডলার বিক্রি করে রুপি শক্তিশালী রাখার চেষ্টা করেছে। কিন্তু ডলারের শক্তি বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে রুপি ৮৪ দশমিক ৫০-এর গুরুত্বপূর্ণ স্তরটি ভেঙে গেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেসলাইন থেকে এসব তথ্য পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, রুপির দুর্বলতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি যে, ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এছাড়া ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের (এফপিআই) প্রবাহে সংকোচনের ফলে রুপি আরও দুর্বল হয়েছে।
গত সোমবার ভারতীয় রুপি সর্বনিম্ন ৮৪ দশমিক ৭৩ প্রতি ডলারে পৌঁছেছিল। প্রায় ২১ পয়সা কমে গিয়েছিল। বর্তমানে ভারতীয় রুপি ৮৪ দশমিক ৭৫-এ ট্রেড করছে। অর্থনীতিবিদরা বলছেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে আরও অবনতি হতে পারে।
বিশ্ব বাজারে ডলারের শক্তি বৃদ্ধির ফলে রুপি দুর্বল হচ্ছে এবং এটি ভারতের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করছে।