Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে জার্মান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম

ইউক্রেনকে ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে জার্মান

ইউক্রেনকে ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে জার্মান

পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ইউক্রেন সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যা তার দ্বিতীয় সফর। আর এই সফরে কিয়েভকে ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছেন তিনি। পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ এমন তথ্য জানিয়েছে।

জেডডিএফ স্কোলজকে উদ্ধৃত করে বলেছে, কিয়েভ সফরে জার্মান নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে ডিসেম্বরে ৬৫০ মিলিয়ন ইউরো (৬৮৫ মিলিয়ন ডলার) মূল্যের আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় এ যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা যুক্তরাষ্ট্র; তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আর এই অবস্থায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি। এই যুদ্ধে জার্মানি যে আগামীতেও ইউক্রেনকে সমর্থন দেবে স্কোলজের এই সফর সেটিরই আশ্বাস।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন