Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু

মালয়েশিয়ার একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির সরকারের সতর্কবার্তার উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলছে, এবারের বর্ষা মৌসুমে গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে।

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় উপদ্বীপে বর্ষা মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। বিশেষ করে অক্টোবর থেকে মার্চে এই বন্যা হয়ে থাকে। তবে চলতি সপ্তাহের ভারী বৃষ্টির কারণে বহু মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড সীমান্তে অবস্থিত উত্তরপূর্বাঞ্চলীড রাজ্য কেলানটান থেকে অনেক মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার সকালে দেশটির জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়েছে, বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজার ৫৮৯ জন মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য সরিয়ে নেয়া হয়েছে। তাদের জন্য সাতটি রাজ্যে ৪৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের মধ্যে রয়েছে কেলানটান এবং তেরেংগানু।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন