ইসরায়েলে একদিনে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
ইসরায়েলে একদিনে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
ইসরায়েলি ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটিতে একাধিক ড্রোনসহ বিমান হামলা শুরুর কথা জানিয়েছে গোষ্ঠীটি। সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের এক সামরিক অবকাঠামোতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। পৃথক দুই বিবৃতিতে এসব হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ।
তবে হিজবুল্লাহর হামলায় কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবসহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয়। উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
একইসঙ্গে ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে, লেবানন থেকে ২৫০টি প্রজেক্টটাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে- লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের মেডিকেল সংস্থা জানিয়েছে, এসব হামলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আরও ৬৬ জন আহত হয়েছেন।