Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের অশান্ত মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

ভারতের অশান্ত মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

ভারতের অশান্ত মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

ভারতের অস্থিরতা কবলিত মণিপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের বাড়িতে হামলা হয়েছে। উন্মত্ত জনতার একটি দল মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

তবে শনিবার রাতে এই ঘটনা যখন ঘটে তখন মুখ্যমন্ত্রী বিরেন বাড়িতে ছিলেন না। পরে রাতে আর তিনি বাড়িতে ফিরেননি বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

মণিপুরের জিরিবাম জেলায় মেইতেই জনগোষ্ঠীর নিখোঁজ ছয়জনের মৃতদেহ পাওয়ার পর উত্তেজনা শুরু হয়। এই নিহতদের মধ্যে এক নবজাতক ও দুই নারী আছেন। এই ঘটনায় ক্ষুব্ধ মেইতেইরা রাস্তায় নেমে আসে, তারা সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে।

গত সোমবার রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক লড়াইয়ে কুকি সম্প্রদায়ের ১০ সশস্ত্র ব্যক্তি নিহত হন। ওই দিন থেকেই এই ছয়জন নিখোঁজ ছিলেন। পরে আট মাসের ওই শিশুসহ ছয়জনের লাশ জিরিবামের বারাক নদী থেকে উদ্ধার করা হয়।

রাজ্যটির পুলিশ কুকি সম্প্রদায়ের ওই নিহতদের ‘সশস্ত্র জঙ্গি’ বলে বর্ণনা করেছিল। কিন্তু কুকি সম্প্রদায়ের নেতারা জানান, নিরাপত্তা বাহিনী যে ১০ জনকে হত্যা করেছে তারা স্থানীয় গ্রামগুলোর স্বেচ্ছাসেবক পাহারাদার, তারা হামার নৃগোষ্ঠীর সদস্য। সশস্ত্র হামলা থেকে পাহাড়িদের গ্রামগুলো রক্ষার জন্য তারা টহল দিচ্ছিল।

এদিকে,মণিপুরের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মেইতেইদের অধিকার আন্দোলনকারী গোষ্ঠী ‘কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি’ (সিওসিওএমআই) রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ‘সশস্ত্র জঙ্গি’ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে বলেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন