Logo
Logo
×

আন্তর্জাতিক

৭০ রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী আটক থাইল্যান্ডে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

৭০ রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী আটক থাইল্যান্ডে

৭০ রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশী আটক থাইল্যান্ডে

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপ থেকে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের দাবি এসব অভিবাসীরা মিয়ানমার থেকে পালিয়ে সমুদ্র পথে থাইল্যান্ডে প্রবেশের চেষ্টা করেছে। ৩০ শিশুসহ মোট ৭০ জন রোহিঙ্গা অভিবাসী শনিবার ফাং এনগা প্রদেশের উপকূলে পৌঁছায় । এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বহিরাগত হিসেবে চিহ্নিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার। মূলত, এ কারণেই তারা মিয়ানমার থেকে পালিয়ে আশপাশের অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যেই বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

ফাং এনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমকানে ফোথিসরি রয়টার্সকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিবাসীরা স্বীকার করেছেন যে তারা মুসলিম। তবে রোহিঙ্গা কি না এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রতি বছর সমুদ্র পথে মিয়ানমার থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পারি জমানোর চেষ্টা করে রোহিঙ্গারা।

বছরের পর বছর ধরে জাতিগত নির্যাতনের শিকার এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা করছেন। মিয়ানমারে তাদের অবৈধ হিসেবে গণ্য করায় তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন।

এক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে উপকূল অঞ্চলগুলোতে আশ্রয় নেয়ার চেষ্টা করেন রোহিঙ্গারা। ছোট ছোট কাঠের নৌকা ব্যবহার করে সমুদ্র পারি দিয়ে বিভিন্ন দেশের উপকূলে অভিবাসীদের বহর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন