Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে চলেছেন ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন। ক্যারোলিন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

ক্যারোলিন হোয়াইট হাউসের মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হবেন এবং প্রশাসনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ভূমিকা পালন করবেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ক্যারোলিন অত্যন্ত বুদ্ধিমান, দৃঢ় এবং প্রমাণিতভাবে একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী। আমি বিশ্বাস করি, তিনি কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমাদের বার্তা আমেরিকান জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত সফল হবেন।’

নিউ হ্যাম্পসায়ারের বাসিন্দা ক্যারোলিন ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার পরপরই হোয়াইট হাউসের জন্য কাজ শুরু করেছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে তিনি প্রথমে প্রেসিডেন্টের লেখক হিসেবে এবং পরে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন।

২০২২ সালে তিনি নিউ হ্যাম্পশায়ার থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও সে প্রচেষ্টা সফল হয়নি। এর পাশাপাশি, তিনি কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবেও কাজ করেছেন। এলিস স্টেফানিককে ট্রাম্প জাতিসংঘে রাষ্ট্রদূত পদে মনোনীত করেছেন।

২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানের যোগ দেন। তিনি মার্কিন ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিনের ভূমিকা হবে মিডিয়ার সামনে প্রশাসনের বক্তব্য তুলে ধরা এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া। এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং দায়িত্ব, কারণ এই পদে আসীন ব্যক্তিকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হয়।

ক্যারোলিন লেভিটের পথচলা এবং অভিজ্ঞতা দেখে অনেকেই আশাবাদী যে, তিনি প্রেস সেক্রেটারি হিসেবে তার দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবেন এবং তার নেতৃত্বগুণ প্রশাসনকে আরও শক্তিশালী করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন