Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হুতিদের ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হুতিদের ড্রোন হামলা

ইয়েমেনের উপকূলের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন হুতি যোদ্ধারা। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদলটির দাবি, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন এবং দুটি যুদ্ধজাহাজে হামলা হয়েছে। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাহিনী বাব আল-মানদেব প্রণালি দিয়ে যাত্রার সময় ইরান-সমর্থিত হুতিদের হামলার শিকার হয়েছে। তবে এসব হামলা ঠেকানো হয়েছে। বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

তিনি জানান, দুটি মার্কিন ক্ষেপণাস্ত্রধারী ধ্বংসকারী জাহাজে–ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্প্রুয়েন্স–অন্তত আটটি একমুখী আক্রমণ ড্রোন, পাঁচটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা করা হয়।

রাইডার বলেন, হুতিদের সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ঠেকানো হয়েছে। হামলায় মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো কর্মীও আহত হননি। তবে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর ওপর কোনো হামলার বিষয়ে অবগত নন বলে দাবি করেন রাইডার।

এর আগে একই দিন হুতি যোদ্ধারা জানান, তারা আট ঘণ্টাব্যাপী হামলায় মার্কিন নৌবাহিনীর ওপর দুটি “বিশেষ সামরিক অভিযান” চালিয়েছে। ইরানপন্থী দলটির সামরিক বিভাগের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, প্রথম অভিযানটি আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের দিকে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো হয়।

তিনি বলেন, অন্য অভিযানটি লোহিত সাগরে থাকা দুটি আমেরিকান যুদ্ধজাহাজের ওপর কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো হয়। এই অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।

রাজধানী সানাসহ ইয়েমেনের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এই হুতি যোদ্ধারা।। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তাদের এসব হামলা।

এ পর্যন্ত ৯০টির বেশি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে হুতিরা। এতে চারজন নাবিক নিহত হয়েছে এবং দুটি জাহাজ ডুবে গেছে। ব্রিটিশ মালিকানাধীন এবং জাপানের পরিচালিত গ্যালাক্সি লিডার জাহাজের নাবিকরা এখনো তাদের হাতে বন্দী।

হুতিদের দাবি, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের শর্তে তারা হামলা থামাবে। যদিও তাদের হামলায় বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক এই নৌপথে বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। হুতিদের হামলা থামাতে ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারপরও ইরানপন্থী এই যোদ্ধাদের থামাতে পারছে না তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন