Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের মন্ত্রিসভায় থাকছেন ইলন মাস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

ট্রাম্পের মন্ত্রিসভায় থাকছেন ইলন মাস্ক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। তবে তার আগে থেকেই প্রশাসন সাজাতে শুরু করেছেন তিনি। 

গত কয়েকদিন ধরে ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্রিস্টি নোয়েমের নাম জানিয়েছেন 

ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে নিয়োগ দিতে পারেন বলে সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

এদিকে বিবিসি লিখেছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল যে, মার্কিন ধনকুবের ইলন মাস্ককে ট্রাম্প তার নতুন প্রশাসনে রাখতে পারেন। 

এবারের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারনায় অনুদান দিয়েছিলেন প্রায় ২০ কোটি ডলার।

প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার পর ট্রাম্প তার ভাষণে মাস্কের ভূঁয়সী প্রশংসা করেন। সেসময়ই আভাস পাওয়া যায়, ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে।

অবশেষে গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’।

ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন।’ 

তিনি জানান, নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে।

ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে প্রশাসনে রাখার জন্য ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে নতুন এই মন্ত্রণালয় গঠন করেছেন ট্রাম্প। 

বিবেক রামাস্বামী ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরে প্রার্থিতা ছেড়ে দিয়ে ট্রাম্পকে সমর্থন দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন