Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ট্রাম্প টাওয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ট্রাম্প টাওয়ার

ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ট্রাম্প টাওয়ার

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে সম্মান জানিয়ে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে আরও ৬টি ট্রাম্প টাওয়ার। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২০২৫ সালের মধ্যেই শেষ হবে এসব টাওয়ারগুলোর নির্মাণকাজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে গুরুগাঁও, বেঙ্গালুরু, মুম্বাই, পুনে, হায়দরাবাদ এবং নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো।

এর আগে, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ভারতের মুম্বাই, পুনে, গুরগাঁও ও কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিলো। সবগুলো টাওয়ারই আবাসিক বা আবাসন সংক্রান্ত। নতুন টাওয়ারগুলোও আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে, ভারতের ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিলো মুম্বাইয়ে। তখনও এই ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল ত্রিবেকা ডেভেলপার্স।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন