Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৪৭, কমালা ২১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৪৭, কমালা ২১০

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৪৭, কমালা ২১০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৪৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের ২৩টি ও কমালার ৬০টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। খবর আল জাজিরা।

এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনাতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে জর্জিয়ার জয় পেয়েছেন কমালা হ্যারিস। রাজ্য দুইটিতে সমান সংখ্যক ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। এছাড়া বাকি ৫টি অঙ্গরাজ্যের এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে রয়েছেন।

ট্রাম্পের জয় পাওয়া অঙ্গরাজ্যগুলো মধ্যে রয়েছে, টেক্সাসে (৪০), ফ্লোরিডা (৩০), ওহাইও (১৭), টেনেসি (১১), ইন্ডিয়ানা (১১), মিজৌরি (১০), আলাবামা (৯), সাউথ ক্যারোলাইনা (৯), ওকলাহোমা (৭), কেন্টাকি (৮), লুজিয়ানা (৮), মিসিসিপি (৬), কানসাস (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৪), আইডাহো (৪), মন্টানা (৪), নর্থ ডাকোটা (৩), ওয়েমিং (৩)।

অন্যদিকে কমলা যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন, তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮), ইলিনয় (১৯), ওয়াশিংটন (১২), ম্যাসাচুসেটস (১১), মেরিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) ও ভারমন্ট (৩)।

এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ১ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৪ শতাংশ কমালা পেয়েছেন। সংখ্যার হিসেবে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬১ লাখ ৮০ হাজার ৪৯০টি ভোট এবং কমালা পেয়েছেন ৬ কোটি ১৩ লাখ ২১ হাজার ৪৯৫টি ভোট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন