যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন
কমলার চেয়ে এগিয়ে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুথফেরত জরিপ থেকে অনুমান করা হচ্ছে ট্রাম্পের ঝুলিতে যাচ্ছে ১৭৮টি ইলেক্টোরাল ভোট। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এখন পর্যন্ত ৯১টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বার্তাসংস্থা এপি প্রকাশিত বেসরকারি ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।
কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী জিততে বলে বুথফেরত জরিপে ধারণা করা হচ্ছে। আর পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী পেতে যাচ্ছেন ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য।
ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৪টি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা ৮। এ ছাড়া আলাবামায় ৯টি, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।
অন্যদিকে ভারমন্টে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩, মেরিল্যান্ডে ১০ ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।
পপুলার ভোটে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫২ দশমিক ৫ শতাংশ। আর হ্যারিস ৪৬ দশমিক ২ শতাংশ।