Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ

৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ। মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবেন, তা ঠিক করবেন মার্কিন ভোটাররা। গোটা বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। ভোটের উত্তেজনার পারদ এখন চূড়ায়। বিশ্বের একক ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ায় এই নির্বাচনের দিকে পুরো পৃথিবীর মানুষের নজর থাকবে, তা বলা বাহুল্য।

নির্বাচনের মূল লড়াইটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তবে তারা ছাড়াও আরও চারজন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। তবে তারা নির্বাচনে তেমন বড় কোনো প্রার্থক্য করতে পারবেন না বলেই মনে করেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টায়। কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের দুইশ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা বলছেন, আজকের নির্বাচনে মার্কিন সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য মূল ভূমিকা পালন করবে। কারণ এগুলোতে ভোটের ফলাফল নির্ধারণ করা কঠিন, রাজ্যগুলোতে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর সমর্থন প্রায় সমান। তাই দোদুল্যমান এই অঙ্গরাজ্যগুলোর দিকেই সবার নজর। আর দুই প্রার্থীও ব্যস্ত এই অঙ্গরাজ্যগুলো ঘিরেই ব্যস্ত সময় পার করছেন।

রোববার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণার সময় গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন কমলা হ্যারিস। মূলত আরব-আমেরিকান ভোটারদের সমর্থন পেতেই এই ধরনের প্রতিশ্রুতি দিলেন তিনি।

অন্যদিকে একই দিন পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় অংশ নেন ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত। রিপাবলিকান পার্টি জিতলে আগামী চার বছর স্বর্ণযুগে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন