Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এলিয়েজার গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এলিয়েজার গ্রেফতার

নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এলিয়েজার গ্রেফতার

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এলিয়েজার ফেল্ডস্টাইনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের পরিকল্পনার তথ্য ফাঁসের অভিযোগে সোমবার তাকে ইসরায়েলি পুলিশ গ্রেফতার করেছে। খবর মার্কিন গণমাধ্যম সিএনএনের।

এলিয়েজার ফেল্ডস্টাইনের বিরুদ্ধে বিদেশি সংবাদমাধ্যমে ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে।

দেশটির বিরোধী দলের নেতাদের অভিযোগ, দেশের গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য ফেল্ডস্টাইন পাচার করে দিয়েছেন। যার উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের প্রস্তাব ব্যর্থ করে দেওয়া।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে যে, হামাস জিম্মিদের গাজা থেকে মিশর সীমান্ত দিয়ে পাচার করার পরিকল্পনা করছে। যা ইসরাইলি জনগণের মধ্যে বিভাজন তৈরি করবে এবং নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করবে।

এলিয়েজার ফেল্ডস্টাইন

আদালতের নথি অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীর সিস্টেম থেকে নেওয়া এবং বেআইনিভাবে প্রকাশিত তথ্য ইসরাইলের জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তবে নেতানিয়াহুর একজন মুখপাত্র বলেছেন, এই ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ ছিল না এবং তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগকে তিনি অযৌক্তিক বলেও অভিহিত করেছেন।

ইসরাইলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোপন নথি ফাঁস এবং কল্পিত নথি প্রকাশ করে জিম্মি বিনিময় চুক্তি নষ্ট করার জন্য জনগণকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

এদিকে গাজায় চলমান যুদ্ধ এবং গাজা থেকে জিম্মিদের মুক্তি নিয়ে ইসরাইলের বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর অভিযোগ তুলেছেন বলেছেন, তিনি রাজনৈতিক সুবিধার জন্য এই ফাঁসের ঘটনা ঘটিয়েছেন।

এ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে যখন গাজা থেকে ৬ জিম্মির মৃতদেহ উদ্ধার করার পর নেতানিয়াহুর কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন