ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:১৬ এএম
দক্ষিণ লেবাননের লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর যানবাহন। ছবি: দ্য গার্ডিয়ান
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বাড়লেও, দক্ষিণ লেবাননে অবস্থান করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) ইসরায়েলের অনুরোধের পরও তাদের অবস্থান ত্যাগ করেনি। ইসরায়েল জাতিসংঘের কাছে অনুরোধ করেছিল যেন, তারা যেন ব্লু লাইন থেকে অন্তত ৫ কিলোমিটার দূরে সরে যায়। ব্লু লাইনটি ইসরায়েল ও লেবাননের মধ্যবর্তী জাতিসংঘের স্থাপিত বিভাজন রেখা।
ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া তেনেন্তি শনিবার (১২ আগস্ট) এএফপিকে (এজেন্সি ফ্রান্স-প্রেস) জানান, ‘ইসরায়েলের অনুরোধ সত্ত্বেও, আমরা ঐক্যমত্যের ভিত্তিতে অবস্থান ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘এ অঞ্চলে জাতিসংঘের পতাকা উঁচু করে রাখা গুরুত্বপূর্ণ। এজন্য আমরা নিরাপত্তা পরিষদে রিপোর্ট পাঠিয়েছি।’ খবর দ্য গার্ডিয়ানের।
ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাতের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে গত শুক্রবার ইসরায়েলি সেনারা ইউনিফিলের একটি ঘাঁটির পাশে গুলি চালালে দুইজন শ্রীলঙ্কান শান্তিরক্ষী আহত হন। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ঘাঁটির ৫০ মিটার দূরে একটি লক্ষ্যবস্তুতে হুমকি মনে করে গুলি চালিয়েছিল, ঘটনাটির তদন্ত চলছে।
এদিকে, ৫ জন শান্তিরক্ষী সাম্প্রতিক সময়ে আহত হলেও ইউনিফিল জানিয়েছে, তারা লেবানন থেকে সরে যাবে না। ইউনিফিলের মুখপাত্র তেনেন্তি বলেন, ‘আমরা এখানে থাকবো, কারণ এই অঞ্চল এখন একটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ছে, যার প্রভাব সবার জন্য বিপর্যয়কর হতে পারে।’
এর পাশাপাশি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল হিগিনস এই ঘটনাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের দাবি যে ইউনিফিলের শান্তিরক্ষীরা পুরো এলাকা ছেড়ে চলে যাক, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ উল্লেখ্য, আয়ারল্যান্ডের শান্তিরক্ষীরা লেবাননে শান্তিরক্ষা কাজে মোতায়েন রয়েছে।
ইউনিফিলের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরেই দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা ব্লু লাইনের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সংঘাত নিরসনে ভূমিকা পালন করে যাচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান