ইরানের উপসাগরীয় উপকূলবর্তী বন্দর শহর বন্দর আব্বাসে একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি)স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিস্ফোরণে ভবনটির অন্তত দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশে থাকা একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এছাড়া হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।
এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল বলে দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ এবং তারা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।



