Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় চার দিনে লেবাননে নিহত ৭০১ জন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

ইসরায়েলি হামলায় চার দিনে লেবাননে নিহত ৭০১ জন

ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলার কারণে লেবাননে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৭০১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুই হাজার ১৭৩ জন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র সোমবার ও মঙ্গলবার ৫৫৮8 জন নিহত এবং এক হাজার ৮৩৫ জন আহত হয়েছে। বুধবার ৫১ জন নিহত এবং ২২৩ জন আহতের তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার আরো ৯২ জন নিহত এবং ১৫৩ জন আহত হয়েছে।

লেবানন সরকারের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের মতে, ইসরায়েলি হামলার কারণে ৭৭ হাজার ১০০ জন বাস্তুচ্যুত হয়েছে। গত দুই দিনে ১৫ হাজার ৬০০ সিরীয় নাগরিক এবং ১৬ হাজার ১৩০ জন লেবাননের নাগরিক সিরিয়ায় প্রবেশ করেছে।

প্রায় এক বছর আগে গাজায় যুদ্ধের কারণে হিজবুল্লাহর সাথে শত্রুতা শুরু হওয়ার পর থেকে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ‘সবচেয়ে তীব্র এবং ব্যাপক’ আক্রমণ শুরু করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন