Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

ভারতে বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন। বুধবার সকালে বারামতি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির বারামতি শাখা সেদিন চারটি জনসভার আয়োজন করেছিল। এসব সভায় যোগ দিতে সকালে রাজধানী মুম্বাই থেকে একটি চার্টার্ড বিমানে বারামতির উদ্দেশে রওনা হন অজিত পাওয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানে অজিত পাওয়ার ছাড়াও দু’জন পাইলট ও তার তিনজন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটিতে বিস্ফোরণ ঘটে। এতে অজিতসহ বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর বিমানটি সম্পূর্ণ ছাই হয়ে গেছে, কোনো অংশই অক্ষত নেই।

অজিত পাওয়ার মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা। বয়সজনিত কারণে শারদ পাওয়ার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর এনসিপির নেতৃত্ব গ্রহণ করেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন