Logo
Logo
×

আন্তর্জাতিক

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১২ এএম

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’

দুবাইয়ের ঐতিহ্যবাহী গোল্ড ডিস্ট্রিক্টে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই চমকপ্রদ পরিকল্পনার কথা জানানো হলেও, এর বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২৪–২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। এরই ধারাবাহিকতায় আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়েছে।

নতুন এই ‘হোম অব গোল্ড’ হিসেবে পরিচিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট সব ধরনের সুবিধা এক ছাতার নিচে পাওয়া যাবে। এর আওতায় থাকবে খুচরা বিক্রি, বুলিয়ন বা স্বর্ণের বার, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সেবা।

বর্তমানে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ ও লাইফস্টাইল খাতসহ এক হাজারের বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশক জুয়েলারির মতো নামী ব্র্যান্ড সেখানে তাদের ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে। পাশাপাশি জয়ালুকাস ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ শোরুম স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যে তাদের সর্ববৃহৎ শাখা হবে।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বিশালতা ও সম্ভাবনার এক অনন্য সমন্বয় তৈরি করেছে।

অন্যদিকে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) আওতাধীন দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের (ডিএফআরই) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি শহরের ঐতিহ্য, সমৃদ্ধি ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মানসিকতার প্রতীক। এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে আমরা ঐতিহ্য উদযাপনের পাশাপাশি সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে একটি নতুন যুগের সূচনা করছি।

সূত্র : খালিজ টাইমস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন