Logo
Logo
×

আন্তর্জাতিক

চলতি সপ্তাহেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

চলতি সপ্তাহেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা

ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যেখানে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। সোমবার (২৬ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলা এ সপ্তাহেই হতে পারে, তবে সময় পরিবর্তনও হতে পারে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মধ্যে এ নিয়ে আলোচনা এখন অনেকটাই উত্তপ্ত।

গত মাসের শেষ দিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, যা কঠোরভাবে দমন করে দেশটির সরকার। সেই সময় থেকেই বিক্ষোভকারীদের হত্যার অজুহাতে ইরানে হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানালেও পরে বলেন, সরকার আর তাদের হত্যা করছে না। এতে ধারণা করা হয়েছিল, হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। তবে অনেকেই মনে করেন, হামলার আগে পরিকল্পনা আড়াল করতেই এমন মন্তব্য করেছিলেন ট্রাম্প।

ইরানে উত্তেজনার মধ্যে সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে হামলার বিরোধিতা করেছে। তবে মার্কিন একটি সূত্র মিডেল ইস্ট আইকে জানিয়েছে, তখন হামলা না চালানো ছিল কেবল সাময়িক। দেশটির একটি গোয়েন্দা সূত্রও জানিয়েছে, ট্রাম্প এখনো ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বাদ দেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন