Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরি ডুবি, ১৫ জনের মরদেহ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

ফিলিপাইনে ফেরি ডুবি, ১৫ জনের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। খবর আল জাজিরার।

কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা এ পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করেছে। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং স্থানীয় কোস্টগার্ড শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোরে জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত উদ্ধার কার্যক্রমেই মনোযোগ দেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র রোনালিন পেরেজ জানিয়েছেন, উদ্ধার হওয়া ১৩৮ জনের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। কর্মীসংকট থাকায় মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

উল্লেখ্য, ফেরি দুর্ঘটনা ফিলিপাইনে অস্বাভাবিক নয়। প্রায় ১১ কোটি ৬০ লাখ জনসংখ্যার এ দেশে এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জন নিহত হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন