Logo
Logo
×

আন্তর্জাতিক

মিনিয়াপলিসে আইস সদস্যের গুলিতে নিহত নার্স অ্যালেক্স প্রেট্টি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম

মিনিয়াপলিসে আইস সদস্যের গুলিতে নিহত নার্স অ্যালেক্স প্রেট্টি

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)–এর এক সদস্যের গুলিতে অ্যালেক্স প্রেট্টি (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে এক মাসের ব্যবধানে মিনিয়াপলিসে বর্ডার পেট্রোল বা আইস সদস্যদের হাতে প্রাণ গেল দুজনের।

নিহত অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন। তিনি একটি হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ঘটনার সময় প্রেট্টি বর্ডার পেট্রোল অফিসারদের দিকে একটি ৯ মিলিমিটার আধাস্বয়ংক্রিয় হ্যান্ডগান নিয়ে এগিয়ে আসছিলেন। নিরাপত্তা হুমকি বিবেচনায় তাকে গুলি করা হয় বলে দাবি করেছে বিভাগটি। তবে তিনি অস্ত্রটি অফিসারদের দিকে তাক করেছিলেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

অন্যদিকে, এক পথচারীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, গুলির মুহূর্তে প্রেট্টির হাতে একটি মোবাইল ফোন ছিল। ভিডিওতে তার হাতে কোনো অস্ত্র দেখা যায়নি।

প্রেট্টির পরিবার জানিয়েছে, মিনেসোটায় তার বৈধভাবে অস্ত্র রাখার অনুমতি ছিল। তবে তিনি নিয়মিত অস্ত্র বহন করতেন এমন কোনো তথ্য তাদের জানা ছিল না।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মিনিয়াপলিসে আইস সদস্যদের অভিযানে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছিল এবং আটক করা হচ্ছিল, তা নিয়ে প্রেট্টি ক্ষুব্ধ ছিলেন।

চলতি মাসের শুরুতে রেনে গুড নামে এক নারী বর্ডার পেট্রোলের গুলিতে নিহত হওয়ার পর মিনিয়াপলিসে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে আসেন। ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন অ্যালেক্স প্রেট্টিও। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেট্টি গুলিবিদ্ধ হওয়ার আগে আইস সদস্যরা এক নারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। সেই নারীকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রেট্টির সঙ্গে আইস সদস্যদের সংঘর্ষ হয়।

এই ঘটনার পর মিনিয়াপলিসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং অভিবাসনবিরোধী অভিযানের কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন