Logo
Logo
×

আন্তর্জাতিক

কারাগারেই প্রেম দুই ভয়ংকর খুনির, বিয়ের জন্য প্যারোল মঞ্জুর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

কারাগারেই প্রেম দুই ভয়ংকর খুনির, বিয়ের জন্য প্যারোল মঞ্জুর

রাজস্থানের আলওয়ারে সাজাপ্রাপ্ত দুই খুনি—প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদ—বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পথে। রাজস্থান হাইকোর্ট ১৫ দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেছে, যাতে তারা জেল থেকে বের হয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।

প্রিয়া শেঠের অপরাধের ইতিহাস ভয়াবহ। ২০১৮ সালে তিনি টিন্ডার ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবির পর নৃশংসভাবে হত্যা করেন। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন।

অপরদিকে হনুমান প্রসাদ ২০১৭ সালে পরকীয়া প্রেমিকার প্ররোচনায় পাঁচজনকে হত্যা করেন, যার মধ্যে তার স্বামী, সন্তান এবং ভাতিজা অন্তর্ভুক্ত। এ ঘটনা আলওয়ারের ইতিহাসের অন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত।

প্রিয়া ও হনুমান ছয় মাস আগে সাঙ্গানের ওপেন জেলেই প্রথম দেখা হয় এবং সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তারা জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করে বিয়ের জন্য ১৫ দিনের ছুটি দিয়েছে।

আইন ও অপরাধের বেড়াজালে ঘেরা এই বিয়ে রাজস্থানের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন