Logo
Logo
×

আন্তর্জাতিক

আমরা না থাকলে আপনারা সবাই জার্মান ভাষায় কথা বলতেন: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

আমরা না থাকলে আপনারা সবাই জার্মান ভাষায় কথা বলতেন: ট্রাম্প

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমরা না থাকলে, এখন তোমরা সবাই জার্মান ভাষায় কথা বলতে।”

বুধবার (২১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুইজারল্যান্ডের সরকারি ভাষাগুলোর মধ্যে জার্মান সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও ইউরোপের বিভিন্ন রাজধানীতে ট্রাম্পের বক্তব্যকে অপমানজনক, আধিপত্যবাদী ও তথ্যগতভাবে ভুল হিসেবে দেখা হচ্ছে।

ভাষণে ট্রাম্প আবারও দাবি করেন, ইউরোপ ভুল পথে এগোচ্ছে। ইউরোপের মাটিতে দাঁড়িয়ে মিত্র দেশগুলোর সামনে এমন মন্তব্যে ভিন্ন ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ফোরাম শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, ইউরোপের আটটি দেশের ওপর আরোপের হুমকি দেওয়া নতুন শুল্ক প্রত্যাহার করছেন তিনি। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে একটি ‘চুক্তির কাঠামো’ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন। তবে এই পরিকল্পনা কীভাবে গ্রিনল্যান্ডের ওপর মালিকানার আকাঙ্ক্ষা পূরণ করবে তা স্পষ্ট নয়।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন বলেন, ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা এখনও অটুট। সামরিক শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতিকে তিনি ইতিবাচক মনে করলেও সামগ্রিকভাবে উদ্বেগ প্রকাশ করেন। ন্যাটো জানিয়েছে, ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলবে, যার লক্ষ্য হবে রাশিয়া ও চীনের উপস্থিতি ঠেকানো।

এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সামরিক শক্তি ব্যবহার করবে না। তার এই অবস্থান পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচক দুই মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের উত্থান ঘটায়।

তবে ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন, ট্রাম্পের সুর নরম হওয়ায় উত্তেজনা কিছুটা কমলেও গ্রিনল্যান্ডের মালিকানা ও ভবিষ্যৎ নিয়ে মূল বিরোধ এখনো অমীমাংসিত রয়েছে। গ্রিনল্যান্ড সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন