Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘হুমকিতে’ স্বর্ণের দামে নতুন রেকর্ড

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

ট্রাম্পের ‘হুমকিতে’ স্বর্ণের দামে নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত

আজ (২১ জানুয়ারি) এশিয়ার শেয়ার বাজার মিশ্র রকমের দেখা দিয়েছে, আর স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। খবর এপির। 

মার্কিন ফিউচারগুলোতে দেখা গেছে, মঙ্গলবার ওয়াল স্ট্রিটে বড় পতনের পর বুধবার কিছুটা উত্থান হয়েছে। এস অ্যান্ড পি ৫০০-এর ফিউচার ০.৩% বেড়েছে, আর ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.২% বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের দাম প্রথমবারের মতো ৪,৮০০ ডলার অতিক্রম করেছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে গ্রহণযোগ্য।

বিনিয়োগকারীরা সুইজারল্যান্ডের ড্যাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এ ট্রাম্পের ভাষণের অপেক্ষায় ছিলেন। ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সেখানে তার প্রশাসনের অর্জন তুলে ধরবেন।

এশিয়ার বাজারে, চীনের শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছে। হংকংয়ের হ্যাং সেং ০.৪% বেড়ে ২৬,৫৮৪.৫৭-এ পৌঁছেছে। শাংহাই কম্পোজিট সূচক ০.১% বাড়েছে। তবে টোকিওর নিক্কেই ২২৫ সূচক ০.৪% পড়েছে। জাপানে অভ্যন্তরীণ এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাজারের ওপর চাপ রয়েছে।      

দক্ষিণ কোরিয়ার কোসপি ০.৫% বৃদ্ধি পেয়ে ৪,৯০৯.৯৩-এ পৌঁছেছে। অস্ট্রেলিয়ার এস অ্যান্ড পি/এএসএক্স ২০০ সূচক ০.৪% পড়ে ৮,৭৮২.৯০ হয়েছে। তাইওয়ানের টাইএক্স ১.৬% কমেছে, আর ভারতের সেন্সেক্স সামান্য কমেছে।

ট্রাম্প ঘোষণা করেছেন, ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যে ১০% শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কৌশলগত পদক্ষেপ বিবেচনা করছেন।

মঙ্গলবার এস অ্যান্ড পি ৫০০ সূচক ২.১% পড়ে ৬,৭৯৬.৮৬-এ, ডাউ জোন্স ১.৮% কমে ৪৮,৪৮৮.৫৯-এ, আর নাসড্যাক ২.৪% কমে ২২,৯৫৪.৩২-এ নেমেছে। নিভিডিয়া ৪.৪%, অ্যাপল ৩.৫% পতন হয়েছে। লো’স, জেপি মরগান চেস এবং ক্যাটারপিলারসহ বড় কোম্পানিগুলোর শেয়ারও কমেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন