Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, উপযুক্ত সময় এলে তিনি দেশকে নেতৃত্ব দেবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা একটি মিশন। আমরা ভেনেজুয়েলাকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করব এবং আমি বিশ্বাস করি, সময় এলে আমি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবো।”

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন। তিনি জানান, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি করেছে। তবে ট্রাম্প নতুন নেতা হিসেবে মাচাদোকে সমর্থন না দিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সিআইএ পরিচালকের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে অংশ নেন ডেলসি, যেখানে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

ট্রাম্প বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানের অভিজ্ঞতা তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তিনি উল্লেখ করেন, ইরাকে পুলিশ ও সেনাদের বরখাস্ত করার পর বিদ্রোহ ও আইএস-এর উত্থান ঘটে। তাই ভেনেজুয়েলায় স্থিতিশীলতা বজায় রাখতে তিনি ডেলসির সঙ্গে কাজ করতে চান।

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে মাচাদো বলেন, ভেনেজুয়েলায় নিয়মতান্ত্রিক উপায়েই ক্ষমতার পরিবর্তন হবে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবর্তনের মাধ্যমে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্রে পরিণত হবে।

অন্যদিকে কারাকাসে প্রথমবারের মতো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ডেলসি রদ্রিগেজ বলেন, তিনি রাজনৈতিক সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে ভয় পান না। ভেনেজুয়েলার মর্যাদা রক্ষার পাশাপাশি তিনি বিদেশি বিনিয়োগ আনতে তেল খাত সংস্কারের ঘোষণা দেন।

ট্রাম্প ডেলসিকে ‘চমৎকার মানুষ’ আখ্যা দিয়েছেন এবং ফোনালাপকে ফলপ্রসূ বলেছেন। একইসঙ্গে তিনি মাচাদোকে ‘অসাধারণ নারী’ হিসেবে উল্লেখ করে তার দেওয়া নোবেল শান্তি পুরস্কারের পদককে পারস্পরিক শ্রদ্ধার নিদর্শন বলে মন্তব্য করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন