Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাক খালে পড়ে পাকিস্তানে একই পরিবারের ১৪ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

ট্রাক খালে পড়ে পাকিস্তানে একই পরিবারের ১৪ জন নিহত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে খুশাব শহরের দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাত্রা করা ট্রাকটি ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন নিহত হন।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা যান। আহত ৯ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা সবাই ছিলেন। তারা শ্রমজীবী পরিবার, কাজের আশায় বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন।

দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন