Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত

ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির ফাঁসির আদেশ স্থগিত করেছে দেশটির সরকার। সোলতানির পরিবার ও নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

পেশায় দোকানব্যবসায়ী এরফান সোলায়মানি রাজধানী তেহরানের উপকণ্ঠ কারাজে বসবাস করতেন। গত ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মাত্র তিন দিনের বিচারপ্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

বিচার চলাকালে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু আদালতে উপস্থিত থাকার সুযোগ পাননি। এমনকি তার বোন, যিনি একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী, তাকেও আদালতে ঢুকতে দেওয়া হয়নি বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে। গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।

সোলতানির এক আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, “আমরা জানতে পেরেছি যে এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে দণ্ড এখনো আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি। আমরা নতুন তথ্যের অপেক্ষায় আছি।”

এরপর মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে নিশ্চিত করে যে সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।

এদিকে, ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে বলে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশ্যে আসে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন