তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। বুধবার (১৪ জানুয়ারি) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর : রয়টার্স
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, “আমরা তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রেখেছি। এখন থেকে দূতাবাসটি দূরবর্তীভাবে (রিমোটলি) কার্যক্রম পরিচালনা করবে। এই পরিবর্তনের প্রতিফলন হিসেবে ফরেন অফিসের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে।”
নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ব্রিটেনের রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কনস্যুলার কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন ব্রিটিশ কর্মকর্তা। তিনি বলেন, কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন এক সময় তেহরানে ব্রিটিশ দূতাবাস বন্ধের ঘোষণা এলো, যখন ইরান ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
এর আগে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন—যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ওয়াশিংটনের ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে বলে তেহরান সতর্ক করেছে। এ প্রেক্ষাপটে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে তাদের কিছু কর্মী প্রত্যাহার করে নেয়।



