Logo
Logo
×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২২ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২২ জন নিহত

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৯ জন।

বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রেনের বগির ভেতরে বহু যাত্রী আটকা পড়েন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রেনটি লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার দিকে যাচ্ছিল।

রয়টার্স জানিয়েছে, বিশাল ওই ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়ে গেলে অন্য বগিগুলো লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন