Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

ছবি : সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন নিহত হয়েছেন। খবর সিএনএনের।

সংস্থাটির মুখপাত্র জানান, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ১২ জনও রয়েছে। একই সময়ে অন্তত ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এইচআরএএনএর সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। তবে সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি। ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক কর্মকর্তা জানান, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর এটিই ছিল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম বড় ধরনের মৃত্যুর সংখ্যা স্বীকার।

ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারীদের একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারাই এসব মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন