ইরানে উত্তেজনায় অস্থির বৈশ্বিক তেলের বাজার
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি : সংগৃহীত
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে তেলের দামে। গত কয়েক দিনে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় চার ডলার পর্যন্ত বেড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের
রয়টার্স প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ২২ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৬৪.০৯ ডলারে পৌঁছেছে। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৭৩ ডলারে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন যুক্তরাষ্ট্র অপহরণ করেছিল, তখন তেলের দাম বাড়ার বদলে কমেছিল। কিন্তু এবার ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি ছোড়ার পর বিশ্ববাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এই নীতিগত সিদ্ধান্ত ইরানের তেল রপ্তানির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬৪ ডলারে উঠে গেছে, যা কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অস্থিরতা আরও বৃদ্ধি পেলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বার্কলেস এক প্রতিবেদনে জানিয়েছে, আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, ইরানে চলমান অস্থিরতার কারণে ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রভাবে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ৩ থেকে ৪ ডলার বৃদ্ধি পেয়েছে।
জাপানি আর্থিক প্রতিষ্ঠান আইএনজি এর কমোডিটিস কৌশলবিদরা জানিয়েছেন, ইরানজুড়ে বিক্ষোভ তীব্র হওয়ার পর থেকেই তেলের এই মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন, যা বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে।



