পাকিস্তানে অভিযানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ‘ভারতপন্থি’ ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের।
আইএসপিআর জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে ফিতনা-উল-খারাজ নামের ভারতীয় মদদপুষ্ট একটি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় সন্ত্রাসী নিহত হয়। একই সময়ে কুররম জেলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণ তাদের একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। সেনাবাহিনীর দাবি, এ অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনা ব্যাহত হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সারা দেশে অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শান্তি ফিরিয়ে আনতে জনগণ এসব অভিযানে সরকারের পাশে রয়েছে।



