Logo
Logo
×

আন্তর্জাতিক

তেহরানে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহতের দাবি টাইম ম্যাগাজিনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

তেহরানে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহতের দাবি টাইম ম্যাগাজিনের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শুধু রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র আকার ধারণ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার ৯ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের বরাতে জানা গেছে, শুধু তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিতে প্রাণ হারিয়েছেন বলে ওই চিকিৎসক দাবি করেছেন।

টাইম ম্যাগাজিন বলছে, এই তথ্য নিশ্চিত হলে তা ইরান সরকারের কঠোর দমননীতিরই ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সতর্কবার্তাকেও উপেক্ষা করার শামিল। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চললে খামেনি সরকারকে তার মূল্য দিতে হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ইরানের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী ঘটনার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে আরও জানান, শুক্রবার এসব মরদেহ হাসপাতালগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়, এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ ছিলেন বলে তিনি দাবি করেন।

তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন