রিয়ালের রেকর্ড পতনে ইরানে নতুন অর্থনৈতিক সংকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের জাতীয় মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অনানুষ্ঠানিক বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দর দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ৭০ হাজার, যা দেশটির চলমান অর্থনৈতিক সংকটকে আরও গভীর করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।
বাজার সংশ্লিষ্টদের তথ্যমতে, মঙ্গলবার একই সময়ে ইউরোর দর ছিল প্রায় ১৭ লাখ ২০ হাজার রিয়াল এবং ব্রিটিশ পাউন্ডের মূল্য পৌঁছেছে প্রায় ১৯ লাখ ৯৪ হাজার রিয়ালে। দ্রুত মূল্যপতনের এই ধারা সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ডিসেম্বরের শেষ দিক থেকে রিয়ালের দর ব্যাপকভাবে ওঠানামা করছে। ওই সময় মুদ্রার তীব্র অবমূল্যায়ন তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভের জন্ম দেয়, যা পরে রাজনৈতিক অসন্তোষে রূপ নেয়। মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনঅসন্তোষ আরও তীব্র হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছু আর্থিক সহায়তা ও স্বস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করেছে। তবে মৌলিক পণ্য আমদানিতে ব্যবহৃত ভর্তুকিভিত্তিক বৈদেশিক মুদ্রার প্রবেশাধিকার সীমিত করেছে কর্তৃপক্ষ। সরকারের দাবি, এই ব্যবস্থা অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোর জন্য নেওয়া হয়েছে।
কিন্তু সমালোচকদের মতে, ভর্তুকিভিত্তিক বৈদেশিক মুদ্রা ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে বাজারে অসামঞ্জস্য তৈরি হয়েছে এবং কিছু গোষ্ঠী অবৈধ সুবিধা পেয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কার্যকরভাবে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, রিয়ালের সাম্প্রতিক দরপতন কেবল মুদ্রাবাজারের সংকট নয়, বরং এটি ইরানের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



